দৈনিক আল-দাস্তুরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জর্ডানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী হায়েল আব্দুল হাফিজ জানিয়েছেন : এ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৩৭টি আরবি ও ইসলামি দেশের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ শর্তারোপ করা হয়েছে জর্ডানের ঐ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ঐ শর্তের ভিত্তিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অথবা দেশের শীর্ষস্থানীয় কোন ক্বারী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না, এছাড়া প্রতিদ্বন্দী শুধু একটি বিভাগে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, জর্ডানে প্রবেশের পর প্রতিযোগিতা হতে নাম প্রত্যাহার করা যাবে না এবং মেয়ে প্রতিদ্বন্দীকে অবশ্যই একজন মাহরামের সাথে জর্ডান সফরে আসতে হবে।
উল্লেখ্য, মেয়ে এবং পুরুষ দু’টি আলাদা বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রতি বছর রমজান মাসে অনুষ্ঠিত হয়।#1362325