‘fr.news.yahoo’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মধ্য আফ্রিকার সাবেক স্বাস্থ্য মন্ত্রী ‘জোসেফ কালিটা’কে গত ২৪শে জানুয়ারিতে খ্রিস্টান চরমপন্থিরা বাঙ্গুয়ি শহরের জামে মসজিদের সম্মুখে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে।
স্বাস্থ্য মন্ত্রী জামাত সহকারে নামাজ আদায়ের জন্য বাঙ্গুয়ি শহরের জামে মসজিদের উপস্থিত হন। এবং তিনি গাড়ি থেকে নামার পর খ্রিষ্টান চরমপন্থি জঙ্গিদের হামলার শিকার হন তিনি। চরমপন্থিরা তাতে উপর্যুপরি কোপায় এবং মারাত্মক জখমের ফলে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যায়।
মধ্য আফ্রিকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ‘সাম্বা পাঞ্জা’র শপথ গ্রহণের একদিন পর এ ঘটনা ঘটে। সাম্বা পাঞ্জা তার শপথে দেশের শান্তি এবং ঐক্যের অঙ্গিকার দিয়েছিলেন।
চরমপন্থি খ্রিস্টানরা স্বাস্থ্য মন্ত্রীকে হত্যা করার পর মুসলমানদের এলাকায় হামলা চালানোর পর মুসলমানদের বেশ কয়েকটি দোকানে আগুন লাগানোর পর ৯ জন বেসামরিক অধিবাসীকে হত্যা করেছে।
1365757