কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের জনসংখ্যা ঐকমত সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে: গত কয়েক মাসের মধ্যে মোট তিন বার আল খলিফার অত্যাচারী বাহিনী এই কবরস্থানের পবিত্রতা নষ্ট করেছে।
বাহরাইনের জনগণের মধ্যে শান্তি উত্থান কর্ম আল খলিফার শাসন বাহিনী ২০১১ সালে ১৪ই ফেব্রুয়ারিতে শুরু করেছে। আল খলিফার বাহিনী বসত-গৃহে হামলা ছাড়াও বেশ কয়েকটি মসজিদ ও হোসাইনিয়া ধ্বংস করেছে।