IQNA

বাহরাইনে কবরস্থানের অবমাননা

13:49 - January 27, 2014
সংবাদ: 1367121
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামা’র উত্তরে আবু সিবা নামক অঞ্চলের একটি কবরস্থানে আল খলিফার অত্যাচারী বাহিনী হামলা করে কবরস্থানের দেওয়ার ভেঙ্গে ফেলে বেশ কয়েকটি কবর ধ্বংস করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের জনসংখ্যা ঐকমত সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে: গত কয়েক মাসের মধ্যে মোট তিন বার আল খলিফার অত্যাচারী বাহিনী এই কবরস্থানের পবিত্রতা নষ্ট করেছে।

বাহরাইনের জনগণের মধ্যে শান্তি উত্থান কর্ম আল খলিফার শাসন বাহিনী ২০১১ সালে ১৪ই ফেব্রুয়ারিতে শুরু করেছে। আল খলিফার বাহিনী বসত-গৃহে হামলা ছাড়াও বেশ কয়েকটি মসজিদ ও হোসাইনিয়া ধ্বংস করেছে।

http://fa.alalam.ir/news/1559341

captcha