IQNA

মানব পাচার ক্যাম্প থেকে শতাধিক রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধার করল থাই পুলিশ

13:22 - January 29, 2014
সংবাদ: 1368154
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের একটি মানব পাচার ক্যাম্প থেকে সহস্রাধিক মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধার করেছে দেশটির পুলিশ।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাই পুলিশ সেদেশের সুংকাল প্রদেশের সাদাইয়ু শহরে একটি সন্দেহভাজন মানব পাচার ক্যাম্পে অভিযান চালিয়ে নারী,পুরুষ এবং শিশু সহ মোট ৫৩১ জন রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করেছে। মানব পাচারের এই ক্যাম্পটি থাই-মালয়েশিয়ার সীমান্তে ছিল।
থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খাদ্যের অভাবে এসব রোহিঙ্গা দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে মালয়েশিয়ায় উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে আদম ব্যাপারীরা সেখানে নিয়ে যায়। ক্যাম্পটির পাহারায় নিযুক্ত তিন থাই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলমানরা, চরমপন্থি বৌদ্ধদের দাঙ্গার পাশাপাশি সরকারি নিপীড়ন ও নির্যাতনের শিকার এবং উগ্র বৌদ্ধদের পাশবিক হামলা ফলে গত বছরে প্রায় এক লাখ চল্লিশ হাজার রোহিঙ্গা মুসলমান প্রাণ হারায়।
২০১৩ সালে মানব পাচারের অভিযোগে থাইল্যান্ডের দুই সরকারি কর্মকর্তা সহ মোট ৯ জনকে গ্রেফতার করে থাই পুলিশ।
64564

captcha