বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা ‘রুকনুল ইসলাম জামিয়াহ মুজাদ্দাদিয়া’ মাদ্রাসার সহযোগিতায় গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে ইরানি কালচারাল কাউন্সেলর ‘মাহদী খাতিব’, পবিত্র কুরআনের গুরুত্ব ও হাফেজ ও ক্বারীদের মর্যাদার বিষয়ে ইমাম আলী (আ.) থেকে বর্ণিত একটি হাদীস উল্লেখ করে বলেন : এটা হচ্ছে ইমাম আলী (আ.) এর বাণী, তিনি (আ.) বলেছেন : ‘পবিত্র কুরআন তোমাদের দিবস ও রজনী’র হেদায়েতকারী’। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, এ হাদীসে দিন ও রাত বলে কিছুই নেই। বরং তিনি বোঝাতে চেয়েছেন; তখন মুসলমান এবং একত্ববাদীদের দিন যখন তারা পরস্পরের পাশে থেকে মহান আল্লাহর ইবাদত করে ও পবিত্র কুরআনের শিক্ষার ছায়াতল পরস্পরকে ভাই হিসেবে গ্রহণ করে এবং পরস্পরের সহযোগী ও বন্ধু হয়। আর রজনী হল, ইসলাম ও মুসলমানদের শত্রুরা যখন ইসলামের নামে বিভেদ সৃষ্টির তলোয়ার মুসলমানদের হাতে তুলে দেয় এবং মুসলমানরা অন্ধকার ও অজ্ঞতার মাঝে পরস্পরকে হত্যা করে।
যে সকল কুরআনিক কেন্দ্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে : মসজিদ জামে বেলাল, একাডেমী কুরআনুল মুজাদ্দাদ, জামেয়া মাহমুদিয়া, জামেয়া মুহাম্মাদিয় মাকসুদিয়া, জামিয়া কাদিরিয়া, জামেয়া নূরানিয়া, জামিয়া শামউল ইসলাম ও রুকনুল ইসলাম জামিয়া মুজাদ্দাদিয়া। সবকটি মাদ্রাসাই আহলে সুন্নতের।