IQNA

লন্ডনে ‘ইসলামী বিপ্লব; ইতিহাস ও ভবিষ্যৎ’ শীর্ষ সম্মেলন

9:08 - February 09, 2014
সংবাদ: 1372708
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে ৮ম ফেব্রুয়ারিতে ‘ইসলামী বিপ্লব; ইতিহাস ও ভবিষ্যৎ’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংল্যান্ড ইসলামিক সেন্টারে প্রতি মাসে ‘ইসলাম ও জীবন’ বৈঠক অনুষ্ঠিত হয়। আর ‘ইসলাম ও জীবন’ বৈঠকের ধারাবাহিকতা এবং ইরানের ইসলামী বিপ্লবের ৩৫তম বার্ষিকী উপলক্ষে ‘ইসলামী বিপ্লব; ইতিহাস ও ভবিষ্যৎ’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ শীর্ষ সম্মেলনে ‘বিপ্লবের ইতিহাস এবং ইরানের মুসলিম জাতির আকাঙ্ক্ষা’, ‘বিপ্লব অর্জনের পন্থা’ এবং ‘মুসলিম বিশ্ব এ বিপ্লবের কাছে কি প্রত্যাশা করে’ সহ অন্যান্য বিষয় সমূহ আলোচনা করা হয়।
ইংল্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আব্দুল হুসাইন মা’য়াযী, লেবাননের ইমাম ‘শেখ খাতাম আবু দিইয়ে, তিউনিসিয়ার লেখক এবং সাংবাদিক ‘কাউসার বামারাভী’ এবং ইংল্যান্ড ইসলামিক সেন্টারের সেমিনার পরিচালক আহমাদুল হালাফি উক্ত সম্মেলনে বক্তৃতা করেছেন।
এ সম্মেলন এবং ইংল্যান্ড ইসলামিক সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
1371539

captcha