IQNA

হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করল খ্রিস্টান চরমপন্থিরা

21:28 - February 17, 2014
সংবাদ: 1376470
আন্তর্জাতিক বিভাগ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খ্রিস্টান চরমপন্থিরা মুসলমানদের উপর হামলা করে হত্যা ও তাদের সম্পত্তি দখল এবং বিভিন্ন মসজিদ ধ্বংস করছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গি’তে মোট ৩৬টি মসজিদ ছিল। উগ্রপন্থী খ্রিস্টানরা হামলা চালিয়ে ২৬টি মসজিদে ধ্বংস করেছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিরীহ মুসলমানদের উপর উগ্র খ্রিস্টান জঙ্গিদের হামলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে মঙ্গলবারে উগ্র খ্রিস্টান জঙ্গিরা রাজধানীর অপর একটি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করেছে।
খ্রিস্টানরা গত কয়েক সপ্তাহে মুসলিম অধ্যুষিত এলাকা গুলোয় পাশবিক হামলা চালায়। নিজের জীবনের ভয়ে সকল নিরীহ মুসলমান নিজ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, উগ্রপন্থী খ্রিস্টানরা মুসলমানদের বাসভবনে হামলা চালিয়ে নারী ও শিশুদের হত্যা করে তাদের সম্পদ দখল করছে।
সম্প্রতি, উগ্রপন্থী খ্রিস্টানরা তাদের নতুন উদ্দেশ্য সফলের জন্য বিভিন্ন মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করছে। এপর্যন্ত সেদেশের বিভিন্ন শহরে কমপক্ষে ৬৭টি মসজিদ ধ্বংস করেছে।
1375385

captcha