কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ার যৌথ জাতীয় গ্রন্থ নিরীক্ষণ আমদানি কমিটির, বিভিন্ন দেশ থেকে ধর্ম অবমাননাকর, বিপ্লবী বিষয়ক এবং জাদু সংক্রান্ত ২৫০ খণ্ড গ্রন্থ সেদেশে আমদানির নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আলজেরিয়ার ইসলামী সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ‘বুযির বুমাদিন’ জানিয়েছেন, অষ্টাদশ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ধর্ম অবমাননাকর উক্ত গ্রন্থসমূহ উপস্থাপন করার কথা ছিল। অধিকাংশ গ্রন্থসমূহ লেবানন, মিশর এবং ফ্রান্স থেকে আলজেরিয়ায় আমদানি করার কথা ছিল। আলজেরিয়ার বিপ্লব ও ধর্ম অবমাননাকর এবং চরমপন্থি ও সন্ত্রাসবাদের উপর লিখিত গ্রন্থ সমূহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
1377151