কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হিজবুল্লাহর অধিভুক্ত লেবাননের সংসদ সদস্য এবং ‘প্রতিরোধ করতে বিশ্বস্ততা’ নামক বিরোধী দলেন নেতা আলি আম্মার গত বুধবার তথা ১৯শে ফেব্রুয়ারি বৈরুতে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের নিকটে বোমা বিস্ফোরণের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন: এ অশোভন কর্ম আরবি ও ইসলামী বিশ্বের সন্ত্রাসবাদ তাকফিরিদের একটি অংশ। মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য তার একাজ করেছে।
তিনি আরও বলেন, এটি বিস্ময়কর নয় যে, এক এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে। কারণ ইসলামের প্রধান দু’শত্রু তাকফিরি এবং যায়নবাদী যাদের মূল লক্ষ্যবস্তু মুসলমানদের ধ্বংস করা।
এছাড়াও লেবাননের প্রধানমন্ত্রী তামাম সালাম ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতী সহকারে অন্যান্য গণ্যমান্য ব্যক্তি মহোদয় বৈরুতে বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ কর্মের পিছনে যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করে উপযুক্ত বিচারের আহ্বান জানিয়েছেন।
বলাবাহুল্য, গত বুধবার সকালে বৈরুতের জোড়া বোমা হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়। আল-কায়েদার সহযোগী গ্রুপ আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেড এ সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে।
1377396