IQNA

ইরাকের রাজধানীতে বোমা বিস্ফোরণ; আহত ৪

8:02 - February 24, 2014
সংবাদ: 1378991
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের রাজধানী বাগদাদে গতকাল (২৩শে ফেব্রুয়ারি) একটি গাড়িতে রক্ষিত বোমা বিস্ফোরণে ফলে ৪ জন গুরুত্বর আহত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল সকালে বাগদাদের পূর্বে অবস্থিত ফিলিস্তিন নামক রোডে ইরাকের শিয়া ওয়াকফ অধিদপ্তরের অধিভুক্ত একটি মিডিয়া সেন্টারের সম্মুখে, গাড়িতে রক্ষিত বোমা বিস্ফোরণে ফলে ৪ জন গুরুত্বর আহত হয়েছে।
অপরদিকে আরবি নেটওয়ার্ক স্কাই নিউজ জানিয়েছে, ইরাকের পূর্বাঞ্চলে অবস্থিত দিয়ালা প্রদেশে অতর্কিত বন্দুকধারীর সাথে বন্দুক যুদ্ধে ৯ ইরাকি সৈন্য নিহত হয়েছে।
এছাড়াও ইরাকের সংবাদ মাধ্যম সেদেশের সেলাহ উদ্দিন নামক প্রদেশে অপর ১০ সৈন্য নিহতের খবর  জানিয়েছে।
81056906

captcha