IQNA

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদের হুমকির মুখে রেখেছে খ্রিস্টান জঙ্গিরা

22:22 - February 27, 2014
সংবাদ: 1380772
আন্তর্জাতিক বিভাগ: খ্রিস্টান জঙ্গিরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদের হুমকি দিয়ে দু’টি পথ নির্ধারণ করেছে। এ দু’টি পথ যথাক্রমে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ অথবা মৃত্যু।

‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের খ্রিষ্টান জঙ্গিরা একটি গির্জায় আশ্রয় গ্রহণকারী মুসলমানদেরকে দেশত্যাগ অথবা মৃত্যুর মুখোমুখি হওয়ার সময়সীমা বেধে দিয়েছে।
উগ্র খ্রিস্টানদের গণহত্যার হাত থেকে রক্ষা পেতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কারনোটের একটি ক্যাথলিক গির্জায় প্রায় ৮০০ মুসলমান আশ্রয় নিয়েছেন।চলতি মাসের গোড়ার দিকে নিকটবর্তী গুয়েন গ্রামে এক গণহত্যায় অন্তত ৭০ জন মুসলমান নিহত হওয়ার পর তারা গির্জাটিতে আশ্রয় নেন।
খ্রিস্টানরা বলছে, মুসলমানরা গির্জাটি থেকে বেরিয়ে দেশত্যাগ না করলে সেখানে আগুন ধরিয়ে দেবে তারা।
হত্যা, ধর্ষণ ও নির্যাতন থেকে রক্ষা পেতে এরইমধ্যে প্রায় ১০ লাখ মুসলমান দেশ ছেড়ে পালিয়েছেন। উগ্র খ্রিস্টানদের হাতে নিহত হয়েছেন অন্তত ১,০০০ মানুষ। জাতিসংঘের অনুমোদন নিয়ে ডিসেম্বরেই ফ্রান্স দেশটিতে ১,৬০০ শান্তিরক্ষী মোতায়েন করলেও তারা দাঙ্গা বন্ধের কোনো উদ্যোগ নেয়নি।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হীরকসহ আরও বেশ কিছু মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ফ্রান্স এসব সম্পদের লোভে দেশটিতে সেনা পাঠিয়েছে; মুসলমানদেরকে দাঙ্গা কারীদের হাত থেকে রক্ষা করতে নয়।
মধ্য আফ্রিকা স্বর্ণ ও হিরা খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ। এত মূল্যবান খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সেদের অতি দরিদ্র একটি দেশ। ১৯৬০ সালে স্বাধীনতা হওয়ার পর সেদেশে নিরীহ ব্যক্তিদের উপর বিদ্রোহীরা একের পর এক অত্যাচার করে যাচ্ছে।
1379941

captcha