IQNA

ইউটিউব থেকে ‘ইনোসেন্স অব মুসলিমস’ সরিয়ে নেওয়ান নির্দেশ দিল যুক্তরাষ্ট্রের একটি আদালত

9:16 - March 02, 2014
সংবাদ: 1381612
আন্তর্জাতিক বিভাগ: চরম ইসলাম বিদ্বেষী এবং বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর চরিত্র বিকৃত করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গুগলকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত দু’বছর পূর্বে ইসলাম বিদ্বেষী এ চলচ্চিত্রটি প্রচার হলে ইসলামি বিশ্বে প্রতিবাদের ঝড় উঠে।


কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চলচ্চিত্রের অভিনেত্রী গার্সিয়ার দাবি করেছে, চলচ্চিত্রের বিষয়বস্তু এবং চরিত্র সম্পর্কে ফিল্ম ডিরেক্টর তাকে মিথ্যা বলেছে। এরফলে আদালত গর্সিয়ারে পক্ষে রায় দেয়।
বিতর্কিত এ চলচ্চিত্রের জের ধরে বেনগাজীএ মার্কিন কনস্যুলেটে ভয়াবহ হামলার লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হয়। তখন ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গুগলকে নির্দেশ দিলে গুগল তা প্রত্যাখ্যান করে জানায়, সিনেমাটির কপিরাইট স্বত্ত্ব একমাত্র এর প্রযোজকের এবং কেবল তিনিই পারেন সিনেমাটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে।
ইউটিউবের মালিক গুগল পূর্বে জানিয়েছে, ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটির মূল পরিচালক নাকৌলা ব্যাসেলি নাকৌলা এবং গার্সিয়ার শুধুমাত্র একজন অভিনেত্রী এবং ইউটিউব থেকে একমাত্র নাকৌলা ব্যাসেলি নাকৌলা পারবে চলচ্চিত্রটি সরিয়ে ফেলতে।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রটির মূল অভিনেত্রী গার্সিয়ার বেশ কয়েকবার বলেছে, ইসলাম বিদ্বেষী এবং হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর এ চলচ্চিত্রের বিষয়বস্তু সম্পর্কে তিনি পূর্বে জানত না। সিনডি লী গার্সিয় ভিডিওটি ইউটিউব থেকে অপসারণ করতে গুগলের বিরুদ্ধে মামলা করে। তার দাবি চলচ্চিত্রটির প্রযোজক নাকৌলা তাকে এমন একটি স্ক্রিপ্ট দিয়েছিল যার সঙ্গে মুসলমান সম্প্রদায় বা তাদের নবীর কোনও সম্পর্কই ছিল না।
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো আদালতে প্রমাণিত হয়েছে, চলচ্চিত্রটির পরিচালক অভিনেতাদেরকে মিথ্যা কথা বলে ইসলাম বিদ্বেষী এ চলচ্চিত্রটি নির্মাণ করেছে। কপি পেস্ট ছাড়াও এ চলচ্চিত্রটিতে সাউন্ডও পরিবর্তন করা হয়েছে।
বলাবাহুল্য, অবমাননাকর এ চলচ্চিত্রটির নির্মাতা নাকৌলা ব্যাসেলি নাকৌলাকে স্বাধীনতা বিধান লঙ্ঘনের অপরাধে ক্যালিফোর্নিয়া হতে গ্রেফতার করে। এছাড়াও ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি নির্মাণের পূর্বে ক্রেডিট কার্ড অপব্যবহারের অপরাধে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।
67345

captcha