Fr.alakhabar ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘মাদ্রাসা’ নামে মৌরিতানিয়ার প্রথম রেডিও ও টিভি চ্যানেলের যাত্রা গত রোববার থেকে এদেশের প্রেসিডেন্ট ‘মুহাম্মাদ ওয়ালাদ আব্দুল আযিয’ উপস্থিতিতে শুরু করেছে।
এ চ্যানেল ভবনে উপস্থিত হয়ে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট এ চ্যানেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিত হন। এ চ্যানেল থেকে কুরআন তেলাওয়াত এবং মুসলিম আলেমদের বক্তব্য সম্প্রচারিত হবে।
মাদ্রাসা চ্যানেল কর্তৃপক্ষ প্রেসিডেন্টকে চ্যানেল থেকে প্রচারিত হওয়ার জন্য প্রস্তুতকৃত ১৫টি অডিও সিডি প্রদান করেন।
উল্লেখ্য, এ চ্যানেলের সকল অনুষ্ঠান টিভি ও রেডিও চ্যানেল থেকে সম্প্রচারিত হবে।#1382235