‘ABC’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অস্ট্রেলিয়ার প্রথম ইসলামী জাদুঘরের পরিচালক মুস্তাফা ফাহুর বলেন: গত ৩রা মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন হয়েছে। জাদুঘরটি নির্মাণে ১০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এ বিশাল অংকের বাজেটের মাত্র ২০ শতাংশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। অবশিষ্ট অর্থ বেসরকারিভাবে বিনিয়োগ করা হয়েছে। জাদুঘরটি নির্মাণে মোট ৪ বছর সময় লেগেছে।
তিনি বলেন: এ জাদুঘরে ইসলামের প্রকৃত শিক্ষা শিল্পকর্মের মাধ্যমে দর্শনার্থীদের নিকট তুলে ধরা হবে। বিশেষ করে জিহাদ ও শরীয়তের কিছু বিধান সম্পর্কে অমুসলিমদের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণার অপনোদন করা হবে এসব শিল্পকর্মের মাধ্যমে। এছাড়া মহানবীর (সা.) জীবন ও কর্মের উপর কিছু নমুনা এখানে তুলে ধরা হবে।
২০১০ সালে ইসলামিক যাদুঘরটির কাজ শুরু করা হয়। অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর মেলবোর্নে এ যাদুঘরটি নির্মাণ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় খ্রিস্টান ধর্মের পর, ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
1382948