IQNA

অস্ট্রেলিয়ায় উদ্বোধন হল ইসলামিক যাদুঘর

14:01 - March 06, 2014
সংবাদ: 1383709
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ায় ইসলামী সংস্কৃতি এবং ইসলামের সঠিক রূপ জনসাধারণের সম্মুখে প্রচারের উদ্দেশ্যে প্রথম ইসলামিক যাদুঘর ৩য় মার্চ থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।

‘ABC’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অস্ট্রেলিয়ার প্রথম ইসলামী জাদুঘরের পরিচালক মুস্তাফা ফাহুর বলেন: গত ৩রা মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন হয়েছে। জাদুঘরটি নির্মাণে ১০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এ বিশাল অংকের বাজেটের মাত্র ২০ শতাংশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। অবশিষ্ট অর্থ বেসরকারিভাবে বিনিয়োগ করা হয়েছে। জাদুঘরটি নির্মাণে মোট ৪ বছর সময় লেগেছে।
তিনি বলেন: এ জাদুঘরে ইসলামের প্রকৃত শিক্ষা শিল্পকর্মের মাধ্যমে দর্শনার্থীদের নিকট তুলে ধরা হবে। বিশেষ করে জিহাদ ও শরীয়তের কিছু বিধান সম্পর্কে অমুসলিমদের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণার অপনোদন করা হবে এসব শিল্পকর্মের মাধ্যমে। এছাড়া মহানবীর (সা.) জীবন ও কর্মের উপর কিছু নমুনা এখানে তুলে ধরা হবে।
২০১০ সালে ইসলামিক যাদুঘরটির কাজ শুরু করা হয়। অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর মেলবোর্নে এ যাদুঘরটি নির্মাণ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় খ্রিস্টান ধর্মের পর, ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
1382948

captcha