‘The News Tribe’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইনকা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক সম্মেলন পাকিস্তান জাতীয় ঐক্য কাউন্সিলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামী ঐক্য’ আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার, ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, আফগানিস্তান সহ অন্যান্য ইসলামিক দেশের মুসলমানদের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের ক্ষমতাসীন দলের প্রধান (পাকিস্তান মুসলিম লীগ) রেজা মুহাম্মাদ জাফারুল হাক্ক, ধর্ম মন্ত্রী মাখদুম আমিন ফাহিম সহ পাকিস্তানের জামায়াতে ইসলামের প্রধান, জামায়াতে দাওয়াতের প্রধান এবং বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি চিন্তাবিদ ও ওলামাগণ উপস্থিত ছিল।
1395529