IQNA

হযরত মুহাম্মাদ (সা.)-এর হাদিস অনুকরণ করছে স্কটল্যান্ডের অধিবাসীরা

23:08 - April 16, 2014
সংবাদ: 1396418
আন্তর্জাতিক বিভাগ: স্কটল্যান্ডের মুসলমানেরা ‘হযরত মুহাম্মাদ (সা.)-এর শিক্ষা’ নামক পরিকল্পনার মাধ্যমে সেদেশের জনগণের মধ্যে ইসলাম ও হযরত মুহাম্মাদ (সা.)-এর সম্পর্কে ভুল ধারণাগুলো সংশোধন করছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মহানবীর (সা.) জ্ঞানগর্ভ হাদিস সম্বলিত ব্যানার স্কটল্যান্ডের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে। দেশটির মুসলমানদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক এ হাদিসের ব্যানার লাগান হয়েছে।
‘যা কিছু নিজের জন্য পছন্দ কর, তা অন্যের জন্যেও পছন্দ করবে’ এবং ‘পিতামাতার সাথে উত্তম আচরণ কর’ এ হাদিস দু’টি এখন স্কটল্যান্ডের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে। দেশটির মুসলমানদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে মানুষ অবহিত এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের নিকট পৌঁছে দিবার উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করেছে।
এছাড়া গরিব ও অসহায়দের প্রতি সদয় হওয়ার ক্ষেত্রে ইসলামের শিক্ষা সম্পর্কে বিভিন্ন নীতিবাক্যও প্রচার করা হচ্ছে।
মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম নেতা সামির জায়ারি এ সম্পর্কে বলেন: পশ্চিমা প্রচার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ প্রচার করা হয়। তাই আমরা মানবতার ধর্ম ইসলামের প্রকৃত চেহারাকে ইউরোপের মানুষের নিকট তুলে ধরতে চায়।
স্কটল্যান্ডে প্রায় ৫০ হাজার মুসলমান বসবাস করে এবং ইসলাম দেশটির দ্বিতীয় প্রধান ধর্ম। স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০টি মসজিদ রয়েছে।
1395021

captcha