IQNA

আর্মেনিয়ার ‘কাবুদ’ জামে মসজিদে এতেকাফের অনুষ্ঠান

22:59 - April 30, 2014
সংবাদ: 1401880
আন্তর্জাতিক বিভাগ: আর্মেনিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ইয়েরেভান শহরের ‘কাবুদ’ জামে মসজিদে এতেকাফের অনুষ্ঠান পালিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত নুরানি অনুষ্ঠান ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে ১৩ই রজব তথা মে মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে এবং তিন দিন ব্যাপী অব্যাহত থাকবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী ৯ই মে তথা শুক্রবারের মধ্যে আর্মেনিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে যোগাযোগ করে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
অধিক তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।
1400302

captcha