কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মস্কোর ইসলামী ছাত্র এসোসিয়েশনের পক্ষ থেকে এতেকাফের আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত আধ্যাত্মিকপূর্ণ অনুষ্ঠান ১১ই মে মাগরিব এবং এশার নামাজের পর শুরু হবে এবং ১৫ই মে পর্যন্ত অব্যাহত থাকবে।
আগ্রহী ব্যক্তি মণ্ডলী আধ্যাত্মিকপূর্ণ এতেকাফের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য moscow@moscow.uisae.org ঠিকানায় নিজেদের নাম নিবন্ধন করতে পারেন।