IQNA

জাপানি ভাষায় অনুবাদ হল সাহিফা সাজ্জাদিয়া

3:51 - May 08, 2014
সংবাদ: 1404634
আন্তর্জাতিক বিভাগ: জাপানে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ইমাম যায়নুল আবেদীন (আ.)-এর দোয়া সমূহের সমন্বয়ে সাহিফা সাজ্জাদিয়া গ্রন্থটি জাপানি ভাষায় অনুবাদ করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাপানে অধিবাসীদেরকে আহলে বাইয়েত (আ.) এবং তাদের শিক্ষা সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে দোয়ার গ্রন্থ সাহিফা সাজ্জাদিয়াটি জাপানি ভাষায় অনুবাদ করা হয়েছে।
বলাবাহুল্য, এ গ্রন্থটির অনুবাদকর্ম কয়েক মাস পূর্বে শুরু করা হয়েছে এবং গ্রন্থটি অতি শীঘ্রই প্রিন্ট করা হবে।
1404188

captcha