IQNA

ভিয়েনা’য় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল আমিরুল মুমিনীন আলী (আ.)-এর মহিমান্বিত জন্ম বার্ষিকী

0:37 - May 13, 2014
সংবাদ: 1406422
আন্তর্জাতিক বিভাগ: ১৩ই রজবে রাসূলের (সা.) মনোনীত উত্তরাধিকারী হযরত আলী ইবনে আবি তালিবের (আ.) মহিমান্বিত জন্ম দিবস। এ বরকতময় দিনে তিনি আল্লাহর জমিনের সবচেয়ে পবিত্রতম স্থান তথা কাবা ঘরে জন্ম লাভ করেছেন। আর এ মহান দিবস উপলক্ষে ২২শে মে ভিয়েনার ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আনন্দ মাহফিল ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং পিতা দিবস উপলক্ষে আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে ভিয়েনার ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ মাহফিলে আমিরুল মু’মিনিন আলীর (আ.) জীবনাদর্শ এবং ইসলাম প্রচার ও প্রসারে তার নজিরবিহীন অবদান

সম্পর্কে ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রেখেছেন।

1406525

captcha