ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ আনন্দ মাহফিল বিশ্বের বিভিন্ন দেশের আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের এক কর্মকর্তা জানিয়েছেন, ইমাম মাহদী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এ আনন্দ মাহফিল জার্মানি এবং তুর্কি ভাষায় পরিচালিত হবে।
উক্ত উৎসব মাহফিলে আহলে বাইয়েত (আ.)-এর শানে কবিতা, মর্সিয়া, প্রতিযোগিতা এবং গজল সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও দর্শনের দৃষ্টিতে ইমাম মাহদী (আ.)-এর স্বপ্লমেয়াদী অন্তর্ধান এবং দীর্ঘমেয়াদী অন্তর্ধানের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রামাজানি।
উক্ত উৎসব মাহফিল আহলে বাইয়েত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে।
1414799