ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব মাহফিল ১২ই জুন তথা বৃহস্পতি বারে জার্মানের ইসলামিক বিজ্ঞান ও মানবিক ইনস্টিটিউটের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রেজা রাদ’এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বলাবাহুল্য, ইমাম মাহদী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এ উৎসব মাহফিল আহলে বাইয়েত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ১৯:৩০ শুরু হয়েছে।
1416660