‘fr.islammessage’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গত বছরে স্কটল্যান্ডের রাজধানীর একটি মসজিদে তিন জন চরম ডানপন্থী দলের রাজনৈতিক কর্মী হামলা চালিয়ে মসজিদের অবমাননা করেছে। আর এই ক্ষমার অযোগ্য কর্মের দায়ে স্কটল্যান্ডের একটি আদালতে এ তিন ব্যক্তিকে নয় মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।
সেদেশের পুলিশ জানিয়েছে, গত বছর এডিনবরা শহরের একটি মসজিদে এই তিন ব্যক্তি হামলা করেছে এবং নির্ধারিত সূত্র না থাকার ফলে এই তিন ব্যক্তিকে খুঁজে বের করতে অনেক সময় লেগেছে। অবশেষে, দোকান ও ট্রাফিক নিয়ন্ত্রিত ক্যামেরা থেকে প্রাপ্ত ছবি ব্যবহার কতে তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
এ খবর প্রকাশিত হওয়ার পর ফ্রান্সের মিডিয়া স্কটিশ আদালতকে প্রশংসিত করে এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিয়তই সেদেশের ইসলাম বিদ্বেষীরা, ইসলাম এবং মুসলমানদের সাথে অনার্য আচরণের করে। আর এ আচরণের প্রতিবাদে ফরাসি বিচার বিভাগীয় কর্তৃপক্ষদের সাহসী পদক্ষেপ প্রয়োজন।
1421371