IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে হ্যামবুর্গে বিশেষ আয়োজন

23:43 - June 26, 2014
সংবাদ: 1422789
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন রমজান মাস উপলক্ষে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সেদেশের মুসলমানদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হ্যামবুর্গ ইসলামিক সেন্টার সেদেশের মুসলমানদের জন্য রমজান মাসের বিভিন্ন প্রোগ্রাম ব্যতীতও কুরআন শিক্ষার আসরের ব্যবস্থা করেছে।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জামাতের সাথে যোহর এবং আসরের নামাজ, ১৫ মিনিট করে বক্তৃতা, প্রতিদিন এক পরা কুরআন তেলাওয়াত, এফতেতাহ দোয়া পাঠ, জামাতের সাথে মাগরিব ও এশার নামাজ, এফতারের আয়োজন এবং প্রতি বৃহস্পতি বারে এফতারের পর দোয়া-ই-কুমাইল পাঠ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা করেছে হ্যামবুর্গ ইসলামিক সেন্টার ।
এছাড়াও পবিত্র কুরআনের সাথে অন্তরঙ্গ আসর, ইমাম হাসান মুজতাবা (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ১৫ই রমজানে বিশেষ উৎসব মাহফিল, ইমাম আলী (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিস এবং স্থানী সময় সকাল ৯:৩০ মিনিটে ঈদুল ফিতরের নামাজ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
1421887

captcha