আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসে যোহর ও আসরের নামাজ, প্রতিদিন এক পার কুরআন তেলাওয়াত, এফতেতাহ দোয়া পাঠ, বক্তৃতা, জামাত সহকারে মাগরিব ও এশার নামজ এবং ইফতারের আয়োজন করেছে ফিনল্যান্ড ইসলামিক সেন্টার।
এছাড়াও প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র কুরআন তেলাওয়াতের পর দোয়া-ই-কুমাইল পাঠ, জুম্মার নামাজ, কুরআন শিক্ষার আসর, ইমাম হাসান (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী পালন, লাইলাতুল ক্বদরের আমল সমূহ, ইমাম আলী (আ.) এর শাহাদাত বার্ষিকী পালন এবং কুদস দিবস পালন করবে।
1424036