IQNA

ইসলামাবাদে ইসলামী খোশনবিশের আলোকে প্রদর্শনী

23:54 - July 24, 2014
সংবাদ: 1432905
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ন্যাশনাল হেরিটেজ মিউজিয়ামে আগামী ২৫শে জুলাই শুক্রবারে ইসলামী খোশনবিশের আলোকে বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে।

আন্তর্জাতিক বিভাগ: উক্ত খোশনবিশ প্রদর্শনী ‘লুক ওরেছা’ ইনস্টিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। ইসলামী খোশনবিশের আলোকে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের কূটনৈতিক, সাংস্কৃতিক, শিল্পী সহ সাধারণ জনগণ উপস্থিত থাকবেন। এ প্রদর্শনীতে পাকিস্তানের বিশিষ্ট শিল্পী কর্তৃক লিখিত ইসলাম ও কুরআনের আলোকে খোশনবিশ বোর্ড সমূহ দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করা হবে। এছাড়াও পাকিস্তানের পেশোয়া যাদুঘরে ‘ইসলামিক খোশনবিশ এবং হস্তলিখিত পাণ্ডুলিপি’ শিরোনামে অপর এক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। পেশোয় যাদুঘরে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী পবিত্র রমজান মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে এবং এ প্রদর্শনীতে ইসলামের আলোকে লিখিত ১০০টির অধিক বোর্ড দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা

হয়েছ

1432581

captcha