IQNA

ক্যালিফোর্নিয়ায় ‘ঈদ ও হালাল খাদ্য’ শীর্ষক বিশেষ উত্সব

14:55 - August 08, 2014
সংবাদ: 1437001
সাংস্কৃতিক বিভাগ : ‘ঈদ ও হালাল খাদ্য’ শীর্ষক বিশেষ প্রদর্শনী দ্বিতীয়বারের মত আগামীকাল থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যের ‘নিউআর্ক’ শহরে শুরু হতে যাচ্ছে।

On Islam এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ উত্সব আয়োজনকারী পরিষদ জানিয়েছে, ঈদ ও হালাল খাদ্য’ শীর্ষক বিশেষ এ উত্সব যুক্তরাষ্ট্রে আয়োজিত সর্ববৃহত হালাল বিষয়ক উত্সব। এতে বিভিন্ন প্রকারের হালাল খাদ্য উপস্থাপন করা হয়।
মার্কিন মুসলমানদের উদ্যোগে আয়োজিত চলতি বছরের এ উত্সবে গত বছরের তুলনায় অধিক সংখ্যক হালাল খাদ্য উত্পাদনকারী ও বিক্রতা অংশগ্রহণ করবেন বলে মনে করছেন কর্তৃপক্ষ।
এ উত্সবের কার্যক্রম আগামীকাল শনিবার (৯ই আগস্ট) হতে শুরু হবে। গত বছর ১০ হাজারেরও বেশী লোক এ উত্সবে অংশগ্রহণ করেছিল। এ বছর আরো অধিক সংখ্যক মুসলমান অংশগ্রহণ করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের মুসলিম সমাজে সাংস্কৃতিক বৈচিত্রতার পরিচিতি তুলে ধরার উদ্দেশ্যে এ উত্সবের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এ উত্সবের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচীও হাতে নেয়া হয়েছে।#1435615

captcha