IQNA

কাতারে কুরআন হেফজের আলোকে বিশেষ কোর্স

21:55 - August 11, 2014
সংবাদ: 1438349
আন্তর্জাতিক বিভাগ: কাতারের “শেখ ঈদ” দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেদেশের নারীদের জন্য ১০ই আগস্ট থেকে ১ম সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র কুরআন হেফজের বিশেষ কোর্স শুরু হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারের “শেখ ঈদ” দাতব্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে: দীর্ঘ পাঁচ বছর যাবত পবিত্র কুরআন হেফজের এ কোর্স অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যান্য বছরের মত চলতি বছরেও “শাফিয়” শিরোনামে কাতারের নারীদের জন্য কুরআন হেফজের কোর্স অনুষ্ঠিত হবে। নিজেদের নাম নিবন্ধনের মধ্যে দিয়ে আগ্রহী মহিলাগণ এ কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
চলতি বছরে পবিত্র কুরআন হেফজের কোর্স ১৪ বছরের ঊর্ধ্বে নারীগণ অংশগ্রহণ করতে পারবে। উক্ত কোর্স ১ম সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রতিদিন সকাল ৮:৩০ শুরু হবে এবং ১৩:৩০ পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত হেফজ কোর্সে কুরআনের হাফেজদের জন্য ‘বাকারা’ সুরা এবং ‘আল ইমরান’ সুরার কিছু অংশ রিভিও করানো হবে। অন্যান্যদের জন্য ২৯ ও ৩০ পারার মুখস্থ করানো হবে।
1436721

captcha