QuranFocus ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতার ১৯তম অধিবেশন আগামী ৭ই সেপ্টেম্বর রোববার হেফজ বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাত্সরিক এ কুরআন প্রতিযোগিতা ‘আল-বিরর’ ইসলামি সংস্থার উদ্যোগে ব্রিটেনের মুসলিম যুবকদেরকের হেফজে কুরআনের প্রতি উত্সাহিত করতে আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সনদসহ ৫০০ থেকে ৫০০০ পাউন্ড নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, অনুর্ধ্ব ২২ বছরের যুবক ও কিশোরদের অংশগ্রহণের সুযোগ থাকছে এ প্রতিযোগিতায়।#1438070