IQNA

কাতারে নারীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

18:13 - September 11, 2014
সংবাদ: 1449070
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হেফজ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স গত ৯ই সেপ্টেম্বর কাতারের ‘ঈদ’ চ্যারিটি ফাউন্ডেশনের নারী বিষয়ক বিভাগে শুরু হয়েছে।


কাতারে প্রকাশিত দৈনিক আশ-শারকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ প্রশিক্ষণ কোর্স কাতারের ‘ঈদ’ চ্যারিটি ফাউন্ডেশনের নারী বিষয়ক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন বয়সের প্রশিক্ষণার্থীরা এতে অংশগ্রহণ করছেন।

দু’টি গ্রুপে এ কোর্স অনুষ্ঠিত এ কোর্সের প্রতিটি গ্রুপে অংশগ্রহণ করছেন প্রায় ৩০০ নারী শিক্ষার্থী।

প্রথম দলটি প্রতি সপ্তাহের শনি থেকে মঙ্গলবার পর্যন্ত এবং দ্বিতীয় দলটি সোম ও বুধবার এ কোর্সে অংশ নিচ্ছেন।

হেফজসহ পবিত্র কুরআনের অন্যান্য বিষয়াদিও এতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এ সংস্থার হেফজে কোরআন বিভাগ ও কুরআন প্রশিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গৃহিনী ও চাকরিজীবিসহ অংশগ্রহণকারী সকল শ্রেণীর নারীদেরকে কুরআনিক বিষয়ে প্রশিক্ষিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।#1448657

captcha