দৈনিক ‘আর-রিয়াদে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : সৌদি আরবের অভ্যন্তরিন ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজন বিষয়ক অধিদপ্তর এদেশের ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করেছে। এ প্রতিযোগিতা আগামী মহরম মাসের ২২ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে। সৌদি আরবের ইসলামি প্রচারণা ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী শেইখ সালেহ বিন আব্দুল আযিয আলে শেইখে’র তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দীরা ৪টি বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন। সৌদি আরবের অভ্যন্তর ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজন বিষয়ক অধিদপ্তরের সচিব মানসুর বিন মুহাম্মাদ আস-সুমাইহ জানিয়েছেন : যে সকল দেশ ও কুরআন বিষয়ক সংস্থা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেদের প্রতিযোগীদের নাম ঘোষণা করে আবেদন করেছিল, সেগুলো আমাদের হস্তগত হয়েছে এবং এর মাঝ থেকে পূর্ণ শর্তের অধিকারী আবেদনকারীদেরকে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন : মুসলমানদের সন্তানদেরকে পবিত্র কুরআন মুখস্থ করা ও আয়াতসমূহ অনুধাবনের প্রতি উত্সাহ দান এবং মুসলিম প্রজন্মকে কুরআন ভিত্তিক পবিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ও পবিত্র কুরআনের সাথে মুসলিম উম্মাহকে আরো ঘনিষ্ট করার উদ্দেশ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।