IQNA

মস্কো কুরআন প্রতিযোগিতায় ইরানি প্রতিনিধির দ্বিতীয় স্থান লাভ

19:22 - September 21, 2014
সংবাদ: 1452334
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : রাশিয়ার ১৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইরানি প্রতিনিধি মাহদি গোলাম নেজাদ।


বার্তা সংস্থা ইকনা : ইরানের জাতীয় কুরআন প্রতিযোগিতার চতুর্থ স্থানের অধিকারী মাহদী গোলাম নেজাদ, রাশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছেন।

ওয়াকফ ও দাতব্য বিষয়ক সংস্থার জনসংযোগ বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হযেছে যে, ৩৮টি দেশের প্রতিনিধিদের সাথে প্রতিদ্বন্দিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেন মাহদি।

এ প্রতিযোগিতা গতকাল ২০শে সেপ্টেম্বর রাশিয়ার মুফতি পরিষদের উদ্যোগে এবং রাশিয়া সরকারের -বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়- সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের দাম্মাদ শহরে জন্মলাভকারী বিশিষ্ট কারী সায়াদ আল-গামেদী এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রতিযোগিতার অবকাশে রাশিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র বিশেষ কুরআন প্রদর্শনীর আয়োজন করে।# 1451998

captcha