কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রশিক্ষণ কোর্স বিশ্ব ইসলামী এসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত কুরআনিক বিজ্ঞানের মুজেজা বিশ্ব বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের মুজেজা সম্পর্কে জ্ঞান লাভ করেছে।
বিশ্ব ইসলামী এসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত কুরআনিক বিজ্ঞানের মুজেজা বিশ্ব বোর্ডের প্রধান ‘আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল মুসাল্লাহ’ এ কোর্স চলাকালীন সময়ে অনুষ্ঠিত ‘বিজ্ঞানের সময়ে সুন্নত এবং বিজ্ঞানের যুক্তি’ শিরোনামে সেমিনারে জানিয়েছেন: বিজ্ঞানের দৃষ্টিতে মুজেজার উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য যুক্তি ও দলিল নিয়ে আসা, ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস এবং মহান আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনা।
তিনি আরও বলেন: প্রতি বছর বিজ্ঞান আমাদের জন্য নতুন নতুন দলিল ও প্রমাণ নিয়ে আসে। যারমধ্যে এ পৃথিবীর সৃষ্টিকারী মহান আল্লাহর ক্ষমতাকে প্রদর্শন করে। এটা সত্য যে, পাশ্চাত্য পণ্ডিতগণ পবিত্র কুরআন ও সুন্নতের দলিল ও প্রমাণের উপর ভিত্ত করে ইমান এনেছে এবং শান্তির ধর্ম ইসলামকে গ্রহণ করেছে এবং এ ধর্মকে স্বীকার করেছে।
1452775