IQNA

নিউ ইয়র্কে ‘নবীর প্রতি ভালোবাসা’ নামক প্রদর্শনী অনুষ্ঠিত

19:05 - September 27, 2014
সংবাদ: 1454574
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং ভক্তি প্রদর্শনের লক্ষ্যে মুসলিম শিল্পীদের শিল্পকর্মের সমন্বয়ে নিউ ইয়র্কে ‘নবীর প্রতি ভালোবাসা’ নামক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এর পূর্বে এধরণের প্রদর্শনী ইন্তানবুলে অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতা অনুস্বরে গত সপ্তাহে নিউ ইয়র্কে শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ভ্রমণ করেন এবং উক্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হযরত মুহাম্মাদ (স.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইন্তানবুলের টুপিকাপি নামক যাদুঘরে অনুষ্ঠিত হয়েছিল।
‘নবীর প্রতি ভালোবাসা’ নামক প্রদর্শনীতে আয়াত এবং রেওয়ায়তের আলোকে বিজ্ঞ ক্যালিগ্রাফি মাস্টার দ্বারা অতি সূক্ষ্ম ভাবে লিখিত বিভিন্ন বোর্ড দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।  
এছাড়াও ১৫ থেকে ১৭ শতাব্দীর ক্যালিগ্রাফি কৃত হযরত মুহাম্মাদ (সা.) এর বিভিন্ন হাদিসের বোর্ড উপস্থাপন করা হয়েছে।  
নিউ ইয়র্কে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী ২২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
1454136

captcha