IQNA

আফগানিস্তানে ‘হজ্জ; মুসলিম উম্মাহর ঐক্যের প্রকাশ’ শীর্ষ সেমিনার

23:55 - September 27, 2014
সংবাদ: 1454587
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ২৬শে সেপ্টেম্বর সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা ‘রাহে আমীনে’ পক্ষ থেকে ‘হজ্জ; মুসলিম উম্মাহর ঐক্যের প্রকাশ’ শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষ সেমিনারে আফগানিস্তানের ওলামাগণ, সংসদ সদস্যগণ এবং শতাধিক জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা ‘রাহে আমীনে’র  প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সায়্যেদ ফাজল হোসাইনী বলেন: হজ্জে দেখা যায় যে, সকল মানুষ ঐক্যবদ্ধ হয় আছে।
হুজ্জাতুল ইসলাম সায়্যেদ ফাজল হোসাইনী আরও বলেন: বর্তমানে এমন পরিস্থিতি যে, ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে।
তিনি ইরাক, সিরিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন: বর্তমানে মুসলিম বিশ্বের ঐক্য ও সম্প্রীতির অতি প্রয়োজন রয়েছে। কারণ ইসলামের সম্মান ও মহিমা মুসলমানদের ঐক্যের মধ্যে নিহত রয়েছে।
আফগানিস্তানের বিশিষ্ট ওলামা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ফায়য়াজ, মুসলিম বিশ্বে হজ্জকে অলৌকিক কর্ম হিসেবে তুলে ধরে বলেছেন: দর্শনের দৃষ্টিতে হজ্জ হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির উৎস। মুসলিম বিশ্বের দুর্ভাগ্যের প্রধান কারণ হচ্ছে মতভেদ, অনৈক্য এবং ধর্মীয় জ্ঞানের অভাব।
তিনি ইসলামী বিশ্বের পরিত্রাণ হিসাবে ধর্মীয় জ্ঞান এবং অন্তর্দৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন: যতক্ষণ পর্যন্ত না আমাদের পরবর্তী প্রজন্ম, ধর্মীয় জ্ঞান ও উসুলে দ্বীনের সাথে পরিচিত হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী বিশ্বের কোন পরিবর্তন আসবে না।
বলাবাহুল্য, উক্ত সেমিনারে আফগানিস্তানের শিয়া ওলামা কাউন্সিলার প্রধানের বার্তা পাঠ করা হয়েছে।
1454302

captcha