IQNA

মালয়েশিয়ায় হাদিসে নাবাবী এবং কুরআনের আলোকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

23:58 - September 28, 2014
সংবাদ: 1455035
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০১৫ সালের ১৩ থেকে ১৫ই মার্চ পর্যন্ত হাদিসে নাবাবী এবং কুরআনের আলোকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘ICQS’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘একবিংশ শতাব্দীতে ওহী এবং বিজ্ঞান’ শিরোনামে উক্ত সম্মেলন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ইসলামিয়করণের অনুষদের সহযোগিতায় কুরআন ও হাদিস গবেষণা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
তিনদিন ব্যাপী উক্ত আন্তর্জাতিক সম্মেলনে মানবিক সব শাখায় ইসলামিয়করণ, বিজ্ঞানের দৃষ্টিতে কুরআনের মুজেজা এবং হাদিসে নাবাবি, পবিত্র কুরআনের উদ্দেশ্য, সমসাময়িক সমাজ, কুরআনিক গবেষণা, কুরআন ও হাদিসের সংযম, কুরআন ও হাদিসের দৃষ্টিতে আকাইদ (বিশ্বাস) ও জাতিগত বৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থা এবং নারী ও যুবকদের ক্ষমতায়ন করা সহ অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা হবে।
সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের ইসলামী গ্রুপ, কুরআনিক সংগঠন, পবিত্র কুরআনের আলোকে যেসকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে, কুরআনিক গবেষক ও শিক্ষকগণ ‘একবিংশ শতাব্দীতে ওহী এবং বিজ্ঞান’ নামক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবে।
1454871

captcha