IQNA

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান

23:59 - September 29, 2014
সংবাদ: 1455490
আন্তর্জাতিক বিভাগ: ইন্দোনেশিয়ার পালেম্বঙ্গ শহরে ২৭শে সেপ্টেম্বরে বিশ্বের ৪০টি দেশের ৮৩ জন প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ার পালেম্বঙ্গ শহরের ক্রীড়া কমপ্লেক্সে ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা, ধর্ম মন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, দক্ষিণ সুমাত্রা’র গভর্নর এবং দেশীয় ও বিদেশী অতিথি সহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলারের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে।
এছাড়াও এ প্রতিযোগিতায় আমেরিকা, কানাডা, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, চীন এবং ভারতের প্রতিনিধি উপস্থিতি ছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মেহদী সায়েদ এবং মুস্তাফা ইসফাহান তেলাওয়াত ও হেফজ বিভাগে অংশগ্রহণ করেছেন।
উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৭ জন বিচারক মণ্ডলীর মধ্যে ১১ জন ইন্দোনেশিয়ান এবং ৬ জন মালয়েশিয়া, সৌদি আরব, ব্রুনাই, কাতার, মিশর এবং জর্ডানের ছিলেন।
প্রতিযোগিতার পাশাপাশি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার খোশনবিশ ইনস্টিটিউটের সহযোগিতায় শিল্প প্রদর্শনী এবং পবিত্র কুরআন আয়াতের খোশনবিশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
1454826

captcha