IQNA

মসজিদুল হারামে শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স

22:59 - September 30, 2014
সংবাদ: 1455971
আন্তর্জাতিক বিভাগ: আরবি ভাষা যারা বলতে পারে না তাদেরকে শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণের উদ্দেশ্যে মসজিদুল হারামে এ কোর্স শুরু হচ্ছে।

‘SPA’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রশিক্ষণ কোর্স মসজিদুল হারাম এবং মসজিদুল নাবাবীর সঙ্গে সম্পৃক্ত কুরআন ও গ্রন্থ বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।
আরবি ভাষা যারা বলতে পারে না তাদেরকে শুদ্ধ ভাবে আরবি বর্ণমালা উচ্চারণ, সুরা ফাতেহা এবং পবিত্র কুরআনের অন্যান্য ছোট সুরা সুদ্ধ ভবে উচ্চারণ শেখানোর উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রশিক্ষণ কোর্স গত সপ্তাহে শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
কোন শর্ত ব্যতীত সকল জিয়ারতকারীগণ এ প্রশিক্ষণ কোর্সের সকল ও বিকালের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
1455540

captcha