IQNA

কেনিয়ায় ২০ হাজার কুরআন বিতরণ

23:56 - October 01, 2014
সংবাদ: 1456415
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতের ‘ইসলামী ঐতিহ্য পুনরুজ্জীবন’ নামাক আঞ্জুমানের সহযোগিতায় কেনিয়ায় মুসলমানদের মধ্যে ২০ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুয়েতের ‘জাহুরা’ প্রদেশের ‘ইসলামী ঐতিহ্য পুনরুজ্জীবন’ আঞ্জুমানের প্রধান ফারহান আবিদ আস্সামরি জানিয়েছেন: সম্প্রতি শুনেছি যে, কেনিয়ার মুসলমানেরা পবিত্র কুরআন শরীফগুলোকে কাঠের তৈরি বিশেষ বাক্সে সুরক্ষা করে রাখে। আমরা কেনিয়ার মুসলমানদের মধ্যে ২০ হাজার কুরআন বিতরণ করেছি।
তিনি আরও বলেন, পবিত্র কুরআন গ্রহণ করার পর কেনিয়ার শিশুরা অনেক খুশি হয়েছে। তাদের মধ্যে আনন্দধ্বনির আলোড়ন সৃষ্টি হয়েছে। মহান আল্লাহর সহযোগিতায় তাদের প্রত্যেকেই একটি করে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছি।
আস্সামরি জানান: বিশ্বের মুসলমানদের প্রয়োজন মেটাতে কুয়েতের ‘জাহুরা’ প্রদেশের ‘ইসলামী ঐতিহ্য পুনরুজ্জীবন’ আঞ্জুমানের পক্ষ থেকে পবিত্র কুরআন প্রিন্টের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন: পরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত ইয়েমেনের বিভিন্ন দারুল কুরআনে এবং মসজিদে ২০ হাজার পবিত্র কুরআন শরীফ এবং মিশরের বিভিন্ন মসজিদ এবং কুরআনের মাহফিলে ১০ হাজার পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।
তিনি সর্বশেষে জানান: পবিত্র কুরআন বিতরণ পরিকল্পনা, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত করা হবে এবং এ উদ্দেশ্যে জর্ডন থেকে জিবুতি ও মরিতানিয়ার সকল মুসলমান নিকট পবিত্র কুরআন পৌঁছে দেওয়া হবে।
1455600

captcha