কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের কোয়েটা শহরে ২য় অক্টোবরে ইমাম মুহাম্মাদ বাকির (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
২য় অক্টোবর তথা বৃহস্পতি বার রাত্রে মাগরিব ও এশার নামাজের পর বালতিস্তানের ‘বেইতুল আহযান’ এবং বেহেস্তে জয়নাব (সা. আ.) নামক মসজিদে স্থানীয় ওলামাগণ ইমাম বাকির (আ.)এর শাহাদাতের আলোকে বিশেষ বক্তৃতা পেশ করেন।
উক্ত শোক মজলিশ পাকিস্তানের নারী, পুরুষ, বৃদ্ধ ও যুবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1456539