কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: যে সকল হাজিগণ সৌদি আরবের ‘আব্দুল আজিজ’ এবং ‘জেদ্দা’ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজেদের দেশের উদ্দেশ্য বিমানে উঠবে তাদেরকে হাদিয়া হিসেবে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় ২৬ মিলিয়ন কুরআন অনুদান করবে।
সৌদি আরবের ধর্ম মন্ত্রীর উপদেষ্টা ‘তালাল বিন আহমাদ আল আকিল’ বলেছেন: হাজিগণ পবিত্র মক্কা থেকে দেশে ফেরত যাওয়ার সময় বিভিন্ন ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরীফগুলো বিতরণ করা হবে। মুহররম মাসের ১৫ তারিখ পর্যন্ত পবিত্র কুরআন বিতরণ প্রকল্প অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন: হাজিদের মধ্যে ২৬ মিলিয়ন কুরআন বিতরণ করা হবে। তুর্কি, উর্দু, হুসিয়া, ইংরেজি, ফরাসি, থাইল্যান্ডই, ইন্দোনেশিয়ান, চীনা, স্প্যানিশ, রাশিয়ান জার্মান এবং আলবেনিয়ান ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরীফগুলো বিতরণ করা হবে।
আল আকিল জানান: এছাড়াও হাজিদের হাদিয়া (উপহার) হিসাবে পবিত্র কুরআন তেলাওয়াতের সিডি, ইসলাম ধর্মের মূলস্তম্ভের উপর লিখিত চারটি গ্রন্থ, ইমান, এহসান, শিক্ষা, মাকারেমুল আখলাক, ইসলামি শরিয়াতের মুল নীতি, তাফসির এবং আহকামের উপর লিখিত গ্রন্থ বিতরণ করা হবে।