বার্তা সংস্থা ইকনা : হযরত আলী (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআনের প্রশিক্ষণ বিভাগ এ প্রদেশের কুরআন প্রচার বিষয়ক বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আলী (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআনের প্রশিক্ষণ বিভাগের প্রধান ‘সৈয়দ বাসেম আল-হুলু’ এ প্রকল্প সম্পর্কে বলেছেন : ‘১০০ জন কুরআন প্রশিক্ষক প্রশিক্ষণ’ শীর্ষক প্রথম কর্মশালা, পবিত্র কুরআন প্রশিক্ষণের সংস্কৃতি প্রসার এবং নাজাফে আশরাফসহ ইরাকের অন্যান্য প্রদেশে পবিত্র কুরআনের প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। তিনি বলেন : এ কর্মশালায় অংশগ্রহণকারীদের অর্ধেক হল বিভিন্ন দারুল কুরআনের ছাত্রবৃন্দ; যারা হযরত আলী (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে। তার সংযোজন : বাকি অর্ধেক অংশগ্রহণকারীরা হল, ইমাম আলী (আ.) এর মাজার সংশ্লিষ্ট দারুল কুরআনে প্রশিক্ষণ লাভকারী সাবেক ছাত্ররা। যারা এ কেন্দ্রের ধারাবাহিক কোর্স থেকে উত্তীর্ণ হয়েছে। সৈয়দ বাসেম জানান : প্রশিক্ষণ কোর্সের শেষে থিওরি ও প্রাক্টিক্যাল পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বিশেষ সার্টিফিকেটের পাশাপাশি পুরস্কৃত করা হবে।# 1457851