কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের তিন জন সিনিয়র ওলামা ও গবেষক মোহাম্মাদ তাহের বিন আশুর, মুহাম্মাদ ফরিদ ওজেদি এবং মোস্তাফা সাদিক আর রাফেয়ী ‘কুরআনের বিষয়ে গবেষণা’ গ্রন্থটি লিখেছেন।
মিশরের বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ গবেষণাগুলো সংগ্রহ করেছে।
এ গ্রন্থে ‘কুরআনের অলৌকিক ঘটনা’, ‘কুরআনের প্রবর্তক’, কুরআন সম্পর্কে সন্দেহমূলক প্রশ্নের উত্তর’, ‘ইসলামের শত্রু কর্তৃক কুরআন ও আহকাম সম্পর্কে বিভিন্ন সংশয় এবং ‘কুরআন ও বিজ্ঞান’ সহ অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
1458468