IQNA

পাকিস্তানে উদ্বোধন হল বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ

21:18 - October 11, 2014
সংবাদ: 1459242
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের লাহোরে বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ নির্মাণ করা হয়েছে। এ মসজিদে একসাথে ৭০ হাজার জনের নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে।

‘Express Tribune’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরবানি ঈদের বন্ধে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ‘আসিফ আলী জারদারী’ এ মসজিদটি উদ্বোধন করেছে।
পাকিস্তানের লাহোর প্রদেশের ‘বোহরিয়া’ শহরে এ মসজিদটি উদ্বোধন হয়েছে। এ মসজিদে একসাথে ৭০ হাজার জনের নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে এবং এ মসজিদের প্রধান হলে ২৫ হাজার জন একসাথে নামাজ আদায় করতে পারবে।
উক্ত মসজিদে ২১টি গুম্বজ এবং ৫০ মিটার উচ্চতায় ৪টি মিনার রয়েছে। মসজিদটির দ্বিতীয় তলা মুঘলের সময়ের ডিজাইনে মহিলাদের জন্য নির্মাণ করা হয়েছে।
মসজিদের আন্ডারগ্রাউন্ডে একটি ইসলামিক আর্ট এক্সিবিশন এবং মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, যা কয়েক মাসের মধ্যে চালু করা হবে।
উল্লেখ্য, পাকিস্তানের মোট ১৮ কোটি জনগণ এবং এরমধ্যে অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী।


1458975

captcha