‘The Rakyat Post’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল ১০ই অক্টোবর, ২০১৫ সালের বাজেট উত্থাপনের সময় কুরআন প্রিন্ট কেন্দ্র নির্মাণের জন্য ৩০ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ার টাকার নাম) বরাদ্দ করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআন বিতরণের জন্য উক্ত কুরআন প্রিন্ট কেন্দ্রে প্রতি বছর এক মিলিয়ন কুরআন প্রিন্ট করা হবে বলে ধারণা করা যাচ্ছে।
এ ব্যাপারে মালয়েশিয়ার কেলান্তন প্রদেশের মুফতি মুহাম্মাদ শোকরি মুহাম্মাদ জানিয়েছেন: অন্যান্য ইসলামী দেশের জন্য এ কেন্দ্রের দরজা সবসময় খোলা থাকবে এবং পবিত্র কুরআন প্রিন্টের ব্যাপারে তাদের সাথে মতামত বিনিময় করা হবে।
মালয়েশিয়ার প্রাগ প্রদেশের মুফতি হারুসানী জাকারিয়ান বলেন: এখন থেকে আমাদেরকে পবিত্র কুরআন জন্য সৌদি আরবের উপর নির্ভরশীল হতে হবে না।
মালয়েশিয়ার উলামা অ্যাসোসিয়েশনে প্রধান শেখ আব্দুল হালিম আল কাদির বলেন: আশাকরি এরপর মালয়েশিয়ার সরকার জনসাধারণকে পবিত্র কুরআনের অর্থ বোঝানোর চেষ্টা করবে।
1458823