IQNA

হস্তলিখিত প্রাচীনতম কুরআন ক্রয় করছে তুরস্ক

23:55 - October 11, 2014
সংবাদ: 1459261
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে তুরস্কের বিভিন্ন কোম্পানি হস্তলিখিত প্রাচীনতম কুরআন ক্রয় করছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লন্ডনের ‘সুজাবি’ হলে হস্তলিখিত প্রাচীনতম কুরআন শরিফ নিলামে উঠেছে। আর এ পবিত্র কুরআন শরীফগুলো তুরস্কের ‘ইয়ালডিয’ কোম্পানি ৬১ হাজার ডলার দিয়ে ক্রয় করেছে।
ঐতিহাসিক পবিত্র কুরআনের পাঁচটি পাণ্ডুলিপি এবং প্রাচীনতম হস্তলিখিত কুরআন শরিফগুলো সপ্তম ও অষ্টম শতাব্দীর অন্তর্গত।
পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি থেকে আনফাল, তওবাহ এবং আরাফ সূরা প্রিন্ট হয়েছে। প্রাচীনতম হস্তলিখিত কুরআন শরিফের প্রতিটি পৃষ্ঠায় ৬ থেকে ১৪ লাইন রয়েছে।
পবিত্র কুরআন শরিফগুলো কুফা বর্ণমালায় বাদামী রঙ্গের কালি দিয়ে লেখা হয়েছে।
তুরস্কের ‘ইয়ালডিয’ কোম্পানি ইসলামিক শিল্প সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় এবং এ কোম্পানির কার্যক্রমের মধ্যে ইসলামিক বিরল শিল্প এবং হস্তলিখিত প্রাচীনতম কুরআন শরিফ প্রদর্শন অন্যতম।
1458900

captcha