IQNA

কুরআনের হাফেজ হলেন সৌদি আরবের ৭০ বছরের বৃদ্ধা

23:57 - October 12, 2014
সংবাদ: 1459708
আন্তর্জাতিক বিভাগ: ১৫ বছর ক্রমাগত চেষ্টার পর সৌদি আরবের ৭০ বছরের বৃদ্ধা সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের ৭০ বছরের বৃদ্ধা দৃঢ় প্রচেষ্টার পর সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে সৌদি আরবের ‘আফিফ শহরের দাতব্য প্রতিষ্ঠানের প্রধান ‘মুহাম্মাদ আল উবাইদান’ জানিয়েছেন: উক্ত দাতব্য প্রতিষ্ঠানের নারীগণ ৭০ বছরের এ বৃদ্ধাকে সম্মাননা প্রদর্শনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
তিনি বলেন: এছাড়াও ৭০ বছরের এ বৃদ্ধা মহিলার উচ্চাকাঙ্ক্ষার জন্য আফিফ শহরের কুরআন হাফেজ কেন্দ্র তাকে প্রশংসিত করেছে।
1459360

captcha