কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্পেনের ‘এক্সেটরমাদুরা’ প্রদেশের ইসলামী সংখ্যালঘুদের ইউনিয়ন এবং বাদাখুশ শহরের মুসলমানদের সহযোগিতায় সেদেশের শিক্ষক ও অভিভাবকদের জন্য আরবি ভাষা এবং কুরআন শিক্ষা প্রদানের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
বাদাখুশ শহরের জামে মসজিদের সেমিনার কক্ষে ১৮ ও ১৯শে অক্টোবরে উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। অবশ্য এ কোর্সে অংশগ্রহণকারীদের বয়সের কোন সীমাবদ্ধতা নেই। বিভিন্ন বয়সের স্প্যানিশ নাগরিক এ কোর্সে অংশগ্রহণ করতে পারে। আরবি ভাষা এবং কুরআন শিক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স স্প্যানিশ ভাষায় অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পেনের সকল প্রান্তে কুরআনের শিক্ষা প্রচার করা। স্পেনের ইসলামী সংখ্যালঘুদের ইউনিয়ন জানিয়েছে: এ কোর্স ম্যাকি পন্থায় অনুষ্ঠিত হবে এবং অভিভাবক ও শিক্ষকদের জন্য ম্যাকি পদ্ধতিতে আরবি ভাষা ও কুরআন শিক্ষা ব্যাপারে প্রভাব বিস্তার করবে।
1459869