IQNA

কানাডায় কুরআন হেফজের আলোকে বিশেষ কোর্স

23:57 - October 15, 2014
সংবাদ: 1460710
আন্তর্জাতিক বিভাগ: কানাডার আলবার্তো প্রদেশে মচমুর্রায় শহরের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সেদেশের মুসলমানদের জন্য কুরআন হেফজের আলোকে বিশেষ কোর্স শুরু হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন হেফজের আলোকে বিশেষ কোর্স নভেম্বর মাসের থেকে শুরু হবে। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবারে আগ্রহী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এ ক্লাসে অংশগ্রহণ কারার জন্য অক্টোবর মাসে শেষ পর্যন্ত নাম নিবন্ধন চালু থাকবে।
উক্ত ইসলামিক কেন্দ্রটি ১৯৮৩ সালে ধর্মীয় এবং মুসলমানদের সেবার জন্য ফোর্টম্যাকমুর শহরে প্রতিষ্ঠিত হয়েছে।
আলবার্তো প্রদেশের উত্তরে অধিকাংশ মুসলামন বসবাস করে। অভিবাসনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ প্রদেশে মুসলমানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য যে, এ ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে কুরআন ও ইসলামিক কোর্স, জামাত সহকারে নামাজ, স্থানীয় জনগণদের নিয়ে বৈঠক, ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও ঈদুল ফিতর ও কোরবানি ঈদের উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
1460359

captcha